খবর৭১ঃ
ডিএনএ টেস্টের জন্য আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মরদেহ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আর্জেন্টিনা আদালত। কিংবদন্তি এই ফুটবলারের সন্তান সংখ্যা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মাগালি গিল নামে একজন নারী নিজেকে ম্যারাডোনার সন্তান হিসেবে দাবি করেন। কিন্তু এ বিষয়ে এখনো সুরহা হয়নি।
গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। যদিও ম্যারাডোনার আইনজীবির দাবি শেষকৃত্যের আগেই ম্যারাডোনার ডিএনএ আলাদাভাবে রাখা হয়েছে। জীবিতকালীন সময়ে ৫ জনকে নিজের সন্তানের স্বীকৃতি দিয়ে যান। কিন্তু মাগালি গিলের দাবির পর, এনিয়ে সৃষ্টি হয় জটিলতা।