কুড়িগ্রামে আরও বেড়েছে শীতের দাপট

0
464
কুড়িগ্রামে তাপমাত্রা ১৩, জেঁকে বসেছে শীত

খর৭১ঃ উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের দাপট আরও বেড়েছে। এ জেলায় আজ সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা রবিবারের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম।

আজ ঘন কুয়াশা না থাকলেও বইছে কনকনে উত্তরের হিমেল হাওয়া। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে।

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে গতকাল বিকাল থেকেই বাড়তে থাকে শীতের তীব্রতা। আজ সকালে তা আরও বেশি অনুভূত হচ্ছে।

প্রচণ্ড শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। সময়মত কাজে যেতে পারছেন না তারা।

এদিকে শীতে দুর্ভোগ পোহাচ্ছে বয়স্ক এবং শিশুরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় অনেকে কষ্টকর সময় পার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here