খবর৭১ঃ চলচ্চিত্র অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী ফারহানা ফারুক বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক। কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।