করনা মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক পেলেন ঝিনাইদহে চেয়ারম্যান মাসুম পারভেজ

0
483
করনা মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক পেলেন ঝিনাইদহে চেয়ারম্যান মাসুম পারভেজ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুম পারভেজ লিটন করোনা মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্বর্ণ পদক পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায় দেশে করোনা কালীন সময়ে সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাক্স ব্যবহার পড়াশোনাকালীন মোকাবেলায় সর্বাত্মক ভূমিকা পালন করেছেন এছাড়াও করোনাকালীন সময়ে সরকারি অনুদানের পাশাপাশি অসহায় কর্মহীন শিক্ষা মানুষকে নিজ উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তারে স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের পক্ষ থেকে সম্প্রতি তাকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস এম জাকারিয়া আলম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান বরাবর স্বর্ণপদক ক্রেষ্ট টি পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here