আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃৃৃৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
থানা সুত্রে জানা যায়, রবিবার ভোরে থানার এসআই প্রতাপ কুমার সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এতে উপজেলার রামজীবন ইউনিয়নের কে-কৈ কাশদহ গ্রামের মৃত বিশু মিয়ার পুুত্র আব্দুল জব্বারের বাড়িতে জুয়াড় আসর থেকে ১৬ পিচ ইয়াবাসহ মোজাফ্ফর মন্ডল (৪৫)কে গ্রেপ্তার করেন। সে দক্ষিণ কে-কৈ কাশদহ গ্রামের মহির উদ্দিনের পুত্র। এ সময় অন্যান্য জুয়াড়িরা পালিয়ে গেলেও হামিদুল ইসলাম ও শাহজামাল নামে ২ জুুূয়াড়িকে গ্রেপ্তার করেন। এদিকে , বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ্এসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২‘শ ৫০ গ্রাম গাঁজাসহ জয়নাল আবেদীন (৫৫) নামে গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। সে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক পৃথক মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান জানিয়েছেন।খবর ৭১/ এস;