শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল সীমান্তের সিকড়ি এলাকা থেকে ফেন্সিডিলসহ আবারো একাধিক মাদক মামলার আসামী নাসিমা খাতুন (৫১) নামে এক নারীকে আটক করেছেন পোর্ট থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার সময় সীমান্তের গাতিপাড়া-সিকড়ি কাচা রাস্তার উপর থেকে তাকে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে বলে জানালেন বেনাপোল পোর্ট থানার এসআই রিয়েল।
আটক নাসিমা যশোর জেলার শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই রিয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের গাতিপাড়া-সিকড়ি কাচা রাস্তার উপর থেকে তাকে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। পরে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, এঘটনার আগেও তাকে মাদকসহ আটক করে আদালতে পাঠানো হয়েছিল এবং তার নামে বেনাপোল পোর্ট থানায় একাধীক মাদক মামলা রয়েছে। সে আদালত থেকে জামিনে এসে আবারো মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে বলে জানালেন তিনি।