দিনের ভোট রাতে হওয়ার প্রশ্নই ওঠে নাঃ সিইসি

0
352

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার প্রশ্নই ওঠে না। 

বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।পাবনা-৪ আসনের প্রার্থী এবং ভোটারদের আশ্বস্ত করে কে এম নুরুল হুদা বলেন, ‘আমরা ব্যালট পেপার সকালে দিয়ে আসবো।

ভোট রাতে বেলার হওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচন সুষ্ঠু হবে সেই প্রস্তুতিই আমরা নিচ্ছি।’সিইসি বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সব ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার।

’প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। তাই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here