৪ অক্টোবর থেকে চালু হচ্ছে ওমরাহ

0
928
৪ অক্টোবর থেকে চালু হচ্ছে ওমরাহ

খবর৭১ঃ
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে আগামী ৪ অক্টোবর থেকে ধাপে ধাপে মুসল্লিদের জন্য ওমরাহ চালু করা হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে গত সাত মাস ধরে সৌদি আরবে ওমরাহ বন্ধ রাখা হয়েছে। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত একটি বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রথম ধাপে সৌদি আরবের ৬ হাজার নাগরিক এবং বাসিন্দা ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন করতে পারবেন

জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরের মুসল্লিরাও মক্কা এবং মদিনায় গিয়ে ওমরাহ পালন করতে পারবেন। তখন একদিনে ২০ হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া করোনা মহামারির প্রকোপ কমে গেলে পূর্বের মতো সকলকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলেও সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here