ঝালকাঠিতে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে শিক্ষার্থীদের খেলার মাঠে অবৈধ স্টল নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
375
ঝালকাঠিতে বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে শিক্ষার্থীদের খেলার মাঠে অবৈধ স্টল নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে শহীদ মিনার ভেঙ্গে শিক্ষার্থীদের খেলার মাঠে অবৈধ ভাবে স্টল নির্মানের অভিযোগ করেছেন প্রধান শিক্ষক রীতা মন্ডল।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত সভাপতি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা তাকে ভয় ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করে স্টল নির্মানের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। শহীদ মিনার ভাঙ্গা বা স্থানান্তরের কোন সিদ্ধান্ত ঐ সভায় হয়নি। কমিটির গৃহিত সিদ্ধান্ত না মেনে শহীদ মিনার ভেঙ্গে ফেলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠে সভাপতি স্থানীয় বিএনপি নেতা অনিসুর রহমান তাপুকে সংগে নিয়ে নিজের ইচ্ছামত স্টল নির্মানের কাজ শুরু করে। এর দায় প্রধান শিক্ষকের উপর চাপাতে এবং অবৈধ ও বেআইনি উদ্দেশ্যে হাসিলের জন্য তার স্বাক্ষর জাল করে তৎকালিন সভাপতি একটি সভা করে বলেও তিনি অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here