ডাকাতি মামলায় এসআইসহ পাঁচজনের ১০ বছর কারাদণ্ড

0
370
ডাকাতি মামলায় এসআইসহ পাঁচজনের ১০ বছর কারাদণ্ড

খবর৭১ঃ
ডাকাতি মামলায় পুলিশের এক এসআইসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের সাবেক এসআই মোসাদ্দেক হোসেন খান, মনিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, লুৎফর রহমান খান ও লিটন হাওলাদার।

এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামি আলম খান ও স্যামুয়েল বৈদ্যকে খালাস দেন আদালত।

আসামি মোসাদ্দেক হোসেন খান ও লিটন হাওলাদার আদালতে উপস্থিতি ছিলেন। তাদের উপস্থিতিতে রায় পড়েন বিচারক। বাকি আসামিরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here