শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
381
শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ সোমবার সকালে পানিতে ডুবে শিমুল (৬) নামের এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত শিশু শিমুল পৌর সদরের নলুয়া বটতলা গ্রামের শাহিনের ছেলে।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহজাদপুর পৌর সদরের নলুয়া বটতলা গ্রামের শাহিনের ছেলে শিমুল (৬) সকাল ৯টার পর থেকে নিখোঁজ থাকে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটিকে পাওয়া যায়না। সকাল ১১টায় বাড়ির পেছনে বন্যার পানিতে প্লাবিত খালে প্রতিবেশীরা শিশু শিমুলের দেহ ভাসতে দেখে।

পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু শিমুলকে মৃত ঘোষণা করে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here