সাত শর্তে সৌদি যাওয়ার অনুমতি পেলো বাংলাদেশের নাগরিকরা

0
319
সাত শর্তে সৌদি যাওয়ার অনুমতি পেলো বাংলাদেশের নাগরিকরা

খবর৭১ঃ বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে অনুমতি দিয়েছে দেশটি। তবে সৌদি যাওয়া বাংলাদেশি নাগরিকদের সাতটি শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ সাপেক্ষে দেশটিতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে প্রবেশ করতে পারবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

বুধবার দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেট এ খরব জানায়। বাংলাদেশসহ শর্ত দেয়া অন্য দেশগুলো হল- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিসর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। তবে সৌদির এ তালিকায় বাংলাদেশর পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার নাম নেই।

এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মানার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here