মিরসরাইয়ে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
499
মিরসরাইয়ে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। (১ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকালে উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের পাতাকোট এলাকায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং বারইয়াহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আবিদ হোসেন মানিক, সহ-সভাপতি আবু নোমান ভূইয়া, সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা যুব দলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুল হক মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসা চেয়ারম্যান, বারইয়াহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, আব্দুল মান্নান বাবুল, বারইয়াহাট পৌর যুবদলের সভাপতি কামরান সরোয়ার্দী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়াহাট পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, উপজেলা ছাত্র দলের সভাপতি ফোরকান উদ্দিন চৌধুরী, বারইয়াহাট কলেজ ছাত্র দলের সভাপতি মিনহাজ উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক মোহন দে, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়ন বিএনপি নেতা একরামুল হক বিপ্লব, জামশেদ আলম ফারুক, ৩ নং ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই, বিএনপি নেতা নুরুল হুদা দুলাল, মোস্তফা চৌধুরী, মহসিন সম্রাট, কামাল পাশা, মাহমুদুল হক, নুরুল আমিন, যুবদল নেতা শহিদুল ইসলাম, মোহাম্মদ কবির, জিয়া উদ্দিন, ছাত্রনেতা ফিরোজ ভূঁইয়া, শহিদুল ইসলাম, ইনজামামুল হক ইমন, ফয়সাল, নাজিম উদ্দীন, নুরুল হাসান, জাহিদুল ইসলাম, রিপন, মুসা, হেলাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বাংলাদেশের উন্নয়নে যেসকল দল অবদান রেখেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিকূল অবস্থার মধ্যে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এর উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোন আন্দোলন সংগ্রাম ও প্রতিকূল পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে এগিয়ে আসার আহবান জানান তিনি।

দোয়া, আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মিরসরাই উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here