এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

0
370
এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

খবর৭১ঃ করোনা মহামারীর কারণে একাদশ জাতীয় সংসদের আসন্ন নবম অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু করা হচ্ছে না বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় এ অধিবেশন শুরু হচ্ছে।

এতে বলা হয়েছে, করোনা মহামারীর এ বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংসদের বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

বাংলাদেশ টেলিভিশন বা সংসদ বাংলাদেশ টেলিভিশন অথবা বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার জন্য সব গণমাধ্যমের প্রতি সংসদ সচিবালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here