শাহজাদপুরে টাচ্ ফার্মা পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ উপ-পরিচালক

0
620
শাহজাদপুরে টাচ্ ফার্মা পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ উপ-পরিচালক

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল মঙ্গলবার দুপুরে টাচ্ ফার্মার কার্যক্রম পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ডা‌ঃ এ,এস‌,এম নাছির উদ্দিন খান। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আক্তারুজ্জামান ভুইয়া ও শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।

জানা যায়, শাহজাদপুরের বাড়াবিল গ্রামের সাংবাদিক জাহিদ হাসান মুন্না বিশ্বাস এর মালিকানাধীন প্রতিষ্ঠান টাচ্ ফার্মার উৎপাদন ও বাজারজাত করণের বিভিন্ন ধাপ তারা পর্যবেক্ষণ করেন। তারা টাচ্ ফার্মার কারখানা ও ল্যাবের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ডা‌ঃ এ,এস‌,এম নাছির উদ্দিন খান জানান, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে আমরা টাচ্ ফার্মার ল্যাব পরিদর্শন করলাম। তিনি জানান, সরকারি সকল নিয়ম অনুসরণ করেই টাচ্ ফার্মার কার্যক্রম চলছে। আশা করি টাচ্ ফার্মা এই অঞ্চলের খামারিদের সহযোগী হিসেবে তাদের কল্যাণে সবসময় কাজ করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here