শাহজাদপুরে ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন

0
951
শাহজাদপুরে ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন

খবর৭১ঃ

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ জমজ ভাইবোনের ১ম জন্মদিন পালন করছে তাদের পরিবার।তারা হলো ফাইমান, সাইফান, ইকরা ও ইলমা । জানা যায়, শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর ট্যাক পাড়ার মৃত আলহাজ্ব মনিরুদ্দিন সরকার (মনি মেম্বার) এর ছেলে ব্যবসায়ী ইকবাল হোসেন দুলাল ও শাপলা খাতুন দম্পতির জমজ ৪ সন্তান তারা।

গতবছর ১৫ই আগষ্ট ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে এই দম্পতি জমজ দুই ছেলে ও দুই মেয়ে জন্মগ্রহণ করে। এক‌ই সাথে ৪ জমজ শিশুর জন্ম অস্বাভাবিক হলেও তারা জন্মের পর থেকেই সুস্থ রয়েছে জমজ সন্তানদের বাবা ইকবাল হোসেন দুলাল জানান, ১৫ই আগষ্ট আমার সন্তানদের জন্মদিন হলেও এক‌ই দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটি জাতীয় শোক দিবস হ‌ওয়ায় আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের ওপর শ্রদ্ধা রেখে আজ ১৬ই আগষ্ট সন্তানদের জন্মদিন পালন করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here