সিনহা হত্যা: সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার

0
422
সিনহা হত্যা: সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ বৃহস্পতিবার

খবর৭১ঃ কক্সবাজারের টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনার সময় থাকা দুই শিক্ষার্থী সিফাত ও শিপ্রা দেবনাথকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করবে র‌্যাব।

বুধবার র‌্যাব সদর দফতরে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, তদন্ত কর্মকর্তা বিচক্ষণতা বিবেচনায় প্রথমে সাক্ষীদের সঙ্গে কথা বলে আসামিদের রিমান্ডে আনতে চাইছেন। তাই ঘটনার সময় থাকা দুই শিক্ষার্থী শিপ্রা ও সিফাতের সঙ্গে র‌্যাবের যোগাযোগ হয়েছে। তাদের আগামীকাল (বৃহস্পতিবার) যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তারা সব সময় উন্মুক্ত থাকবে। তাদের জন্য সময় নির্ধারিত নয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল (মঙ্গলবার) পুলিশের যে তিনজন সাক্ষীকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর বরখাস্তকৃত সাত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আশিক বিল্লাহ বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে, কোনো রকম চাপ ছাড়াই পেশাদারিত্বের সঙ্গে মামলার তদন্তকাজ করবে র‌্যাব। মূলত হত্যাকেন্দ্রিক যে ঘটনাটি ঘটেছে সেটির তদন্ত করছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here