মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে হিরোইন সেবনের দায়ে দুই ব্যক্তির জেল জরিমানার রায় দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ওই দন্ডাদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার মো. গণির ছেলে মো. রাব্বি ৫৫) এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী গ্রামের মৃত সেলিমের ছেলে সানু (৩৫) গতকাল বুধবার দুপুরে রাব্বি’র লক্ষণপুর চড়কপাড়ার বাড়িতে বসে হিরোইন সেবন করছিল।
আর সোর্সের মাধ্যমে এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের উপস্থিতিতে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. খবির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় হিরোইন সেবনকালে রাব্বি ও সানুকে হাতেনাতে আটক করেন তারা। পরে ভ্রাম্যমান আদালতে হিরোইন সেবনের দায়ে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং দুই হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। গতকালই দন্ডপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো.খবির আহমেদ।