চুনারুঘাটের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে পাকা ঘর উপহার দিলেন সেনাবাহিনী

0
403
চুনারুঘাটের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে পাকা ঘর উপহার দিলেন সেনাবাহিনী

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের অবসরপ্রাপ্ত বীর সেনা মুক্তিযোদ্ধা, অসহায় ও অসচ্ছল আব্দুর রশীদকে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন সেনাবাহিনী।

সোমবার দুপুরে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে নির্মিত পাকা বাড়ির চাবি অস্বচ্ছল মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রশীদের নিজ বাড়িতে গিয়ে হস্তান্তর করেন, ১৩ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল খন্দকার মেহেদী-আল-মাহমুদ। বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন শরীফুল ইসলাম, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।লেফটেনেন্ট কর্ণেল খন্দকার মেহেদী-আল-মাহমুদ বলেন, “মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ স্যার দায়িত্বভার গ্রহনের পর থেকে দেশব্যাপী অসহায় সেনা মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম ত্যাগ ও দেশপ্রেমের কথা শ্রদ্ধাচিত্তে স্মরণ করে তাদের কষ্ট লাঘব করার লক্ষে বসতঘর নির্মাণ করে দেয়ার মহতী উদ্যোগ গ্রহন করেন।

এরই প্রেক্ষিতে সারাদেশের ন্যায় আব্দুর রশীদ পেলেন বসত ঘর।”তিনি আরো জানান, ৩৬০ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকীর তত্ত্বাবধানে আব্দুর রশীদের ঘর নির্মাণ করে দিতে ১৩ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট গর্বিত। অবসরপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ জানান, আমার জমির উপর পাকা ঘরে ২টি রুম, একটি বারান্দা, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং টিউবয়েল দেওয়া হয়েছে। ঘর পেয়ে খবই খুশি তিনি। চুনারুঘাট উপজেলায় এমন মহতী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন শরীফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here