প্রাণঘাতী করোনার ওষুধ পাওয়ার দাবি যুক্তরাজ্যের গবেষকদের

0
405
প্রাণঘাতী করোনার ওষুধ পাওয়ার দাবি যুক্তরাজ্যের গবেষকদের

খবর৭১ঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের কার্যকরি ওষুধ পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা বলছেন দামে সস্তা এবং সহজলভ্য ডেক্সামেথাসোন দিয়েই ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের বাঁচানো সম্ভব। আর এর প্রমাণ মিলেছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই কমছে।

যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, কম ডোজের স্টেরয়েড চিকিৎসা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একট গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে। ভেন্টিলেটরে থাকা রোগীদের এক তৃতীয়াংশ রোগীরই এই ওষুধের মাধ্যমে মৃত্যুর ঝুঁকি কমেছে। আর অক্সিজেনে থাকা রোগীদের এক পঞ্চমাংশই এই ওষুধের মাধ্যমে মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন।

করোনা চিকিৎসায় কার্যকারিতা পরীক্ষা করার জন্য বর্তমানে ওষুধটি নিয়ে ট্রায়াল চলছে বলে জানা গেছে। গবেষকরা মনে করছেন, যুক্তরাজ্যে করোনা মহামারির শুরুতে ওষুধটির মাধ্যমে চিকিৎসা করানো হলে প্রায় ৫ হাজার রোগীর জীবন বাঁচানো যেত।

ডেক্সামেথাসোন ১৯৬০ সালের গোড়া থেকেই ব্যবহার করা হয় রিউম্যাটয়েড আর্থাইটিস এবং হাঁপানির মতো রোগের চিকিৎসায়। আউসিইউতে থাক রোগীদের জন্য এটি স্যালাইনের মাধ্যমে এবং কম গুরুতর অসুস্থ রোগীদের জন্য এটি ট্যাবলেট হিসাবে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here