আট দিনেও জ্ঞান ফেরেনি নাসিমের

0
1088
এই অবস্থায় নাসিমকে বিদেশে নেয়া ঝুঁকিপূর্ণ: চিকিৎসক

খবর৭১ঃ করোনায় আক্রান্ত হয়ে ব্রেন স্ট্রোক করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা আশঙ্কাজনক। টানা আট দিন ধরে তার নড়াচড়া নেই। চোখ মেলে একবারের জন্যও তিনি তাকাননি। অজ্ঞান অবস্থায় তাকে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের এই সদস্য শুক্রবার সাংবাদিকের বলেন, ‘উনার অবস্থা সংকটাপন্ন, অবস্থার উন্নতি হয়নি, বরং অবনতির দিকে।’

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় সাংবাদিকদের বলেন, ‘বাবার শারীরিক অবস্থার কোনো ধরনের উন্নতি হয়নি। টানা আট দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।’

জয় আরও বলেন, ‘বাবার অবস্থা একই রকম রয়েছে। খারাপ বা ভালো কিছুই হয়নি, আগের মতোই। এই শারীরিক অবস্থায় দেশের বাহিরে নিয়ে যাওয়া সম্ভব নয়। অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। মেডিকেল বোর্ড যখন বলবে উনাকে নেয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখনই নেব।’

নাসিমের ছেলে বলেন, ‘সিঙ্গাপুরে নেয়ার চিন্তাভাবনা ছিল। তবে সিঙ্গাপুর থেকে এখনো পারমিশন পাইনি। আবেদন করে রাখছি, আর অপেক্ষা করছি আপনাদের দোয়ায় যদি উনার শারীরিক অবস্থার উন্নতি হয়, তাহলে ওদিকে চিন্তাভাবনা করবো।’

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক। তিনি আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here