নতুন সাত খাত পাচ্ছে কর অবকাশ সুবিধা

0
399
নতুন সাত খাত পাচ্ছে কর অবকাশ সুবিধা

খবর৭১ঃ বিনিয়োগে আগ্রহ বাড়াতে নতুন সাতটি খাতকে কর অবকাশ সুবিধা দেওয়া হচ্ছে।

এগুলো হলো গার্মেন্টস খাতের জন্য আরটিফিশিয়াল বা ম্যান মেইড ফাইবার, গাড়ির যন্ত্রাংশ উত্পাদন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় অটোমেশন, রোবোটিকস ডিজাইনসহ এ ধরনের যন্ত্রাংশ উত্পাদন, ন্যানো টেকনোলজিভিত্তিক উত্পাদন, বৈদ্যুতিক ট্রান্সফরমার এবং বিমান রক্ষণাবেক্ষন ও যন্ত্রাংশ উত্পাদন।

এসব খাতে বিনিয়োগ করলে আগামী ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে প্রথম দুই বছর কোনো কর দিতে হবে না। পরবর্তী বছরগুলোতে হ্রাসকৃত হারে কর দেওয়ার সুযোগ থাকবে।

এর বাইরে সরকার আরো প্রায় ৬০টি খাতের বিভিন্ন ধরনের কর অবকাশ সুবিধা দিয়েছে। ঐসব খাতে হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগ পান বিনিয়োগকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here