করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবেঃ সিলেট রেঞ্জের ডিআইজি

0
472
করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে--সিলেট রেঞ্জের ডিআইজি

হাবিবুর রহমান নাসির, ছাতকঃ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেছেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পুলিশকে আরো দায়িত্বশীল ভুমিকা পাল করতে হবে। ইতিমধ্যে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের কাজের মাত্রা ও পরিধি দু’ই বেড়েছে। বর্তমান পরিস্থিতি মেকাবেলায় পুলিশের দায়িত্বশীল কার্যক্রম প্রশংসিত হয়েছে সর্বমহলে।

পুলিশ জনগনের বন্ধু বিষয়টি আবারো প্রমানীত হয়েছে। এছাড়া সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায়ও অর্পিত দায়িত্ব পুলিশ অতীতের মতো পালন করে যাচ্ছে। বৃহস্পতিবার করোনা পরিস্থিতিতি নিয়ে ছাতক থানার অফিসার্স ফোর্সের সাথে এক বিশিষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন। তিনি আরও বলেন গণসচেতনতার মাধ্যমেই করোনা যুেদ্ধ জয়ী হতে হবে। একই সাথে জনগনের সার্বিক সহায়তা প্রদানে কবাংলাদেশ পুলিশ সদা প্রস্তুত রয়েছে। এসময় সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামালসহ ছাতক থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here