সৈয়দপুরে নতুন করে আরো চার ব্যক্তির করোনা শনাক্ত

0
374
দাখিল পরীক্ষায় সৈয়দপুরে ১৬ মাদ্রাসার সন্তোষজনক ফলাফল

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নতুন করে আরো চার ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার ওই ফলাফল নীলফামারী সিভিল সার্জন অফিসে আসে। এ নিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত সৈয়দপুর উপজেলায় মোট ২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।

গতকাল বুধবার যাদের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে তারা হলো সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লক্ষী নারায়ন চন্দ্র রায় (২৯), সৈয়দপুর রেলওয়ে থানার কনস্টেবল মো. আলতাফ মাহমুদ (২৫) ও মো. আরিফুজ্জামান মিলন (২৫) এবং ওষুধ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৬০)। এদিকে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২৭ ব্যক্তির মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৪ জন, নীলফামারী আধুনিক সদর হাসপাতালে একজন এবং একজন হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও মৃত্যু হয়েছে একজনের এবং বাকি ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার উল্লিখিত তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here