ঠাকুরগাঁওয়ে গোপনে কোচিং করানোর অভিযোগে দুই শিক্ষককে জরিমানা !

0
527
ঠাকুরগাঁওয়ে গোপনে কোচিং করানোর অভিযোগে দুই শিক্ষককে জরিমানা !

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলে গোপনে কোচিং পরিচালনা করার দায়ে ফুলকুড়ি প্রি-ক্যাডেট স্কুলের জহিরুল ইসলাম (৩৫) ও ইকরামুল হক (৩৪) নামে ২ শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলীর পরিচালনায় ২ শিক্ষক তাদের স্কুলে কোচিং পরিচালনা করা কালে সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম ও তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স তাদের হাতে নাতে তাদের আটক করে এ জরিমানা প্রদান করেন।

এ বিষয়ে শিক্ষক জহিরুল বলেন, আমরা কোচিং করাই মহসিন স্যারের নিদের্শনায়, তিনি আমাদের এই জরিমানার টাকা দিয়ে আমাদের ছাড়িয়ে আনলেন।

পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তারিকুল ইসলাম তাদের সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সালের ২৫/১ দফা (খ) ধারায় ২জনকে এই জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী এই দুই শিক্ষককে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here