ঝালকাঠিতে প্রায় দুই লক্ষ টাকার কৃষি মেশিন মাত্র ৯০ হাজারে কৃষকদের মাঝে বিতরন

0
529
ঝালকাঠিতে প্রায় দুই লক্ষ টাকার কৃষি মেশিন মাত্র ৯০ হাজারে কৃষকদের মাঝে বিতরন

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি:
সরকার পরিচালনা বাজেটের আওতায় ২০১৯/২০ অর্থবছেরে ৫০% উন্নয়ন সহায়তায় ভর্তুকী মূল্যে ঝালকাঠি জেলায় কৃষকদেরকে যান্ত্রিক চাষাবাদে উদ্ভুদ্ধ করার জন্য বিভিন্ন ধরণের মেশিন বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্তরে ধানকাটার রিপার মেশিন বিতরণ করা হয়েছে। ঝালকাঠির সদর উপজেলার শ্রীমন্ত্রকাঠী গ্রামের পলাশ মন্ডল এই মেশিন ক্রয় করেছেন। ১লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের এই মেশিনটির ক্ষেত্রে সরকার ৯০ হাজার টাকা ভর্তুকী দিয়েছে এবং কৃষক ৯০ হাজার টাকা দিয়েছেন। আজ সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান কৃষক পলাশ মন্ডলের হাতে এই মেশিনটি ও দলিল হস্তান্তর করেন।

এ সময় উপজলে নির্বাহী কর্মকর্তা রোজী আকতার, উপজেলা কৃষি অফিসার রিফাত শিকাদার, শেখেরহাট ইউনিয়নের চেয়ারম্যান নরুল আমিন সুরুজসহ, মেশিন প্রস্তুতকারী আলিম ইন্ড্রাসট্রিজ এর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই মেশিন ব্যবহারের ফলে কৃষকের ধান কাটার ক্ষেত্রে সময় এবং অর্থ সাশ্রয় হয়। এক বিঘা জমি ধান কাটতে ৪ হাজার টাকা কৃষান মজুরী দিতে হয় এবং ধান কাটার জন্যক ৮জন শ্রমিকের একদিন সময় লাগে। সে ক্ষেত্রে এই মেশিন ৪৫ মিনিটে এক লিটার জ¦ালানী খরচ দিয়ে এক বিঘা জমির ধান কাটতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here