করোনাভাইরাস: ধীরে ধীরে লকডাউন তুলে নিচ্ছে তুরস্ক

0
509
করোনাভাইরাস: ধীরে ধীরে লকডাউন তুলে নিচ্ছে তুরস্ক

খবর৭১ঃ করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে তুরস্কের লকডাউন ধীরে ধীরে তুলে দিচ্ছে দেশটির সরকার। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে দেশটির সরকারি বেসরকারি সিংহভাগ প্রতিষ্ঠান।

আল জাজিরার খবরে বলা হয়, সোমবার তুরস্ক সরকার দেশটিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য আরোপ করা সকল বিধিনিষেধকে আরও সহজ করে দিয়েছে। যার ফলে তুরস্কর সরকারি জায়গার পাশাপাশি রেস্তোরা ও ক্যাফেগুলোও পুনরায় চালু করা হয়েছে।

খবরে আরও জানানো হয়, তুরস্কে আবারও পার্ক, সৈকত, সুইমিং পুল, জিম, গ্রন্থাগার এবং জাদুঘর সহ আরও অনেক সুযোগ-সুবিধা চালু হয়েছে। ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারও আবার চালু করা হয়েছে এবং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কাজে ফিরেছেন।

তুরস্কে এখন পর্যন্ত সাড়ে হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

আল জাজিরা জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে লকডাউনের কারণে চলমান নিষেধাজ্ঞাগুলি কমিয়ে আনছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here