মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং কাজীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী আব্দুল লতিফ হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার বিকাল ৩ টায় শহরের কাজীপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে সন্তান রেখে গেছেন। ওইদিনই এশার নামাজের পর কাজী পাড়া ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ ও দাফনে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, মরহুম কাজী আব্দুল লতিফ ছিলেন প্রয়াত আওয়ামীলীগ নেতা কাজী ওমর আলীর পুত্র ও সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মো.মনোয়ার হোসেন হায়দারের বড় ভাই।
তাঁর মুত্যুতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।