অআব্দুল আওয়ালঃ নেত্রকোনার মদনে সেচ্ছাসেবী সংগঠন হেলপিং সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্ট বিপর্যয়ে সংকটকালীন সময়ে ৩০ টি নিম্নবিত্ত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২২ মে) হেলপিং সোসাইটির সেচ্ছাসেবীরা এই সব হতদরিদ্র পরিবারে মাঝে তেল, চিনি, সেমাই, ডাল, পেয়াজ, সাবান, আলু, মিষ্টি লাউ,কুমড়া, লেবু ও মুড়ি পৌছে দেন।
এসময় হেলপিং সোসাটির সেচ্ছাসেবী ছানোয়ার হোছাইন, আল আমীন, রাজন সিদ্দিকী, শরীফুল ইসলাম, আনোয়ার, শাকিল, পিয়াস,শাকিব, সুজাত, আনিস, তাওহীদ ও তামিম উপস্থিত ছিলেন।