ঝালকাঠিতে কয়েক ঘন্টার আম্পানে ৩০ গ্রাম এখনও পানি বন্দি ভেরিবাধের ভাঙ্গন

0
490
ঝালকাঠিতে কয়েক ঘন্টার আম্পানে ৩০ গ্রাম এখনও পানি বন্দি ভেরিবাধের ভাঙ্গন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ঘুর্ণিঝড় আম্পানে বুধবার বিকেল ৪টা থেকে রাত ১২ পর্যন্ত থেমে থেমে ঝড় আর বৃষ্টি চলে। নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় জেলা শহরও।প্রবল বেগে রাতে বেশ কয়েকবার হানা দেয় ঝড়।এতে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে।গ্রামাঞ্চলে বিদ্ধস্ত হয়েছে কাঁচা বাড়ি ঘর।ভেসে গেছে মাছের খামার। পান্দিবন্দি ৩০ গ্রাম।

ঝালকাঠির নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট বৃদ্ধি পায়। লে নদী পাড়ের ঘর বাড়িগুলো তলিয়ে যায়। ২৫ হাজার মানুষ আশ্রয় নেয়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। গাছপালা ভেঙে ছিড়ে যায় বিদ্যুতের তার। জেলা শহরের কিছু এলাকায় ১৮ ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়।কাঠালিয়া উপজেলার ভেরিবাধটি ৫ কিলোমিটার ভেঙ্গেগেছে বলে জানিয়েছে স্থানিয়রা।

তবে এখনও জেলার বেশির ভাগ এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। সকালে আশ্রয় নেয়া মানুষগুলো নিদের বাড়ি ফিরে আসে। জেলায় কী পরিমান ক্ষতি হয়েছে তার হিসেব করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here