সুদীপ্ত শামীম:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার নিজস্ব তহবিল হতে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটায় করোনা ভাইরাস মোকাবেলায় গরিব, দুস্থ ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদাখালী ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
এসময় গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি থানার ওসি কাওছার আলী, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, আর.বি এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান পারভেজ রোমান, যুবলীগ নেতা রেদওয়ান আশরাফ পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে রোববার সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ১ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লাচ্চা সেমাই, ১ কেজি চিনি।
এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।
এসময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।