সুন্দরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

0
438
সৈয়দপুরে ইসলামী ব্যাংকের আরো তিনজন করোনায় আক্রান্ত

সুদীপ্ত শামীমঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে তার স্বামীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারা যাওয়া নারীর বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (নয়াপাড়া) গ্রামে।

জানা যায়, রোববার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও কাঁশি নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই নারী তার স্বামীসহ চিকিৎসার জন্য যান। কিন্তু চিকিৎসার আগেই মারা যান তিনি।

গত বৃহস্পতিবার (১৪ মে) সকালে নারায়ণগঞ্জ থেকে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে স্বামীসহ এলাকায় ফেরেন তিনি। প্রথমে সর্বানন্দ ইউনিয়নের বাছহাটি (রামগঞ্জ) গ্রামে বাবার বাড়িতে যান ওই নারী। সেখানে থাকতে না পেরে আসেন বামনডাঙ্গার মনমথ গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান, রমেক হাসপাতালে মারা যাওয়া নারীর লাশ দাফনের প্রক্রিয়া চলছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here