খবর৭১ঃ সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা মক্কা মুকাররমায় শনাক্ত হয়েছে।
শনিবার করোনা বিষয়ক বুলেটিনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে এক হাজার ৭০৪ জন আক্রান্ত হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে মক্কায় সর্বোচ্চ ৪১৭ জন। এছাড়া রাজধানী রিয়াদে ৩১৬ জন, জেদ্দায় ২৬৫ জন, মদিনা মুনাওয়ারায় ১১২ জন, দাম্মামে ১১১ জন, জুবাইলে ৬৭ জন ও আল খোবারে ৫৪ জন আক্রান্ত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে ৩৭ হাজার ১৩৬ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন। এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ১৪৪ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ২৬ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে ১৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত দেশটিতে ৪ লাখ ৩৩ হাজার ৫০০ টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।
এমন পরিস্থিতিতেও মক্কা ও ২৪ লকডাউন থাকা এলাকাগুলো ছাড়া বাকি সব জায়গায় সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করেছে সৌদি সরকার। শপিংমল খোলার অনুমতি দিয়েছে।
তবে দেশটিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় জনসাধারণের এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্যকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করা হবে।