খবর৭১ঃ
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা মমুরাদনগর মহামারী করোনা ভাইরাসের এই সংকটময় মূহুর্তে আসহায় কৃষকের পাশে থেকে রোজা থেকে ধান কেটে কৃষকের বাড়ি নিয়ে মাড়াই করে দিচ্ছে মুরাদনগর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিনের তত্বাবধানে চলছে ওই কর্মসূচি।গত চল্লিশ দিন ধরে তাদের এই নিবিচ্ছন্ন ধানকাটা ও মারাই করার মহতী উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে সর্বমহলে।
আজ সোমবার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগ কর্তৃক নবীপুর গ্রামে অসহায় এক কৃষকের প্রায় ২৩ শতাংশ জমির ধান কেটে মাড়িয়ে দেয়া হয়। এসময়ে উপজেলার যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন এর সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও ধামঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নজরুল ইসলাম নবীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক জয়নাল সরকার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, সাংগঠনিক সবুজ, রুহুল আমিন, রাকিব সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ। ওই সময় যুবলীগ নেতারা বলেন। কৃষকের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।