ইতালিতে লকডাউন শিথিল, কাজে ফিরছে লাখো মানুষ

0
439
ইতালিতে লকডাউন শিথিল, কাজে ফিরছে লাখো মানুষ

খবর৭১ঃ করোনা মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। সেই ইতালিতে এখন কমে আসছে মৃত্যুর সংখ্যা। ফলে লকডাউনও তুলে নিতে শুরু করেছে সরকার।

বিবিসির খবরে বলা হয়, সোমবার সকাল থেকে লকডাউনের বিধি-নিষেধ তুলে নিতে শুরু করেছে ইতালির সরকার। এতে করে প্রায় ৪০ লাখ লোক কাজে ফিরছে।

প্রধানমন্ত্রী জোসেপে কন্টি বলেছেন, লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে সংক্রমণের গতিপ্রকৃতির ওপর।

তিনি সতর্ক করে দিয়েছেন এই বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘আমরা করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ সেভাবে না দেখি।

দুই মাসেরও বেশি সময় ধরে ইতালিতে লোকজন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে ২৮ হাজার ৮৮৪ জন। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ১০ হাজার ৭১৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here