সৈয়দপুরে ইলেকট্রনিক্সের পাইকারি দোকানে দূর্ধর্ষ চুরি

0
996
সৈয়দপুরে ইলেকট্রনিক্সের পাইকারি দোকানে দূর্ধর্ষ চুরি

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে একটি ইলেকট্রনিক্সের পাইকারি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে শহরের চাঁদনগর এলাকার তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ের নিউ নিপা ইলেট্রনিক্স নামের ওই দোকানে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের সার্টারের তালা কেটে প্রায় আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের ২৫টি এলইডি টিভি চুরি করে নিয়ে যায়।

নিউ নিপা ইলেট্রনিক্সের স্বত্বাধিকারী এস.এম জিয়া জানান, গতকাল রবিবার রাত ৮টার দিকে তিনি তাঁর দোকান বন্ধ করে বাসায় চলে যান। আজ সোমবার সকালে তাঁর প্রতিবেশী এক দোকানদার মুঠো ফোনে জানায় দোকানের তালা খোলা । পরে খবর পেয়ে তিনি সাথে সাথে দোকানে এসে দেখেন তাঁর দোকানের তালা খোলা এবং দোকানের সার্টারের তালাগুলো হাইড্রোলিক কাঁচি দিয়ে কাটা অবস্থায় দোকানের মধ্যে পরে রয়েছে। এরপর ভেতরে প্রবশ করে দেখেন চোরেরা তাঁর দোকানে কার্টুনের মধ্যে থাকা ২৫টি এলইডি টিভি চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে ৩২ ইঞ্চি ২০টি এবং ২৪ ইঞ্জি ৫টি। চুরি যাওয়ার টিভিগুলার মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে দোকান মালিক এম এ জিয়া জানান।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, শহরের চাঁদনগর এলাকায় একটি টিভির দোকান চুরি যাওয়ার বিষয়ে মৌখিকভাবে জেনেছি। এক পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দোকান মালিককে চুরির বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here