হবিগঞ্জে ডাক্তার ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ২১ জন করোনা আক্রান্ত

0
467
নেত্রকোনার মদনে এসিল্যান্ড ও তার স্ত্রীসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হঠাৎ করে হবিগঞ্জে ভয়াবহ হয়ে উঠেছে প্রাণঘাতি করোনা। একদিনে জেলায় সর্বোচ্চ ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৭ জনে। শুধু তাই নয়, সর্বোচ্চ পরিমাণ রোগী সনাক্তের পাশাপাশি শনিবার করোনাভাইরাসে জেলায় প্রথম মৃত্যুও হয়েছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়- শনিবার সনাক্ত হওয়া ২১ রোগীর মধ্যে ১১ জনই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্মকর্তা কর্মচারি। এছাড়াও জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটসহ চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের ১১ জন আক্রান্ত- শনিবার নতুন করে সনাক্ত হওয়া ২১ জনের মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ১১ জন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা, কর্মচারি রয়েছেন। এর মধ্যে ১ জন চিকিৎসক, ২ জন নার্স, প্যাথলজি বিভাগের ২ জন, ২ জন ব্রাদার, ২ জন ড্রাইভার, ১ জন ঝাড়–দার এবং ১ জন আয়া রয়েছেন।
এর আগে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও দুইজন নার্সের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ব্রাদারের শরীরেও করোনা শনাক্ত হয়।

জেলা প্রশাসনের চারজন শনাক্ত- হবিগঞ্জ জেলা প্রশাসনের চার কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাজিরের শরীরে করোনা শনাক্ত হয়। শনিবার ঢাকা আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানা যায়।
শনিবার পাঠানো রিপোর্টে হবিগঞ্জের ২০ জনের মধ্যে এই চার কর্মকর্তার শরীরে করোনার সংক্রামণ পাওয়া যায়।
হবিগঞ্জের সিভিল ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, মোট ৪৮ জন আক্রান্ত আছেন। আক্রান্তদের হাসপাতালের তত্বাবধানে চিকিৎসা চলছে। আরও কিছু রিপোর্ট বাকী আছে। আসলে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here