মুরাদনগরে দু’মাস ধরে শিশু ইব্রাহীম নিখোঁজ

0
660
মুরাদনগরে দু'মাস ধরে শিশু ইব্রাহীম নিখোঁজ

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর হতে গত দীর্ঘদিন দু’মাস ধরে নিখোঁজ রয়েছে ইব্রাহিম হোসেন ১৩ বছরের শিশু তিনি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের আলমগীর হোসেন ছেলে। এ ব্যপারে আলমগীর হোসেন মুরাদনগর থানায় ০১-০৩- ২০২০ তারিখ একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। শিশুর বাবা আলমগীর হোসেন জানান ,০১ মার্চ অনুমান ৩ ঘটিকার সময় নিজ বাড়ী হইতে অজ্ঞাত নামক স্থানে কোথাও যেন চলিয়া যায় অদ্য পর্যন্ত আমার ছেলে বাড়িতে ফিরে আসে নাই আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে আমার ছেলে সন্ধান কোথাও পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিল জিন্সের প্যান্ট ও লাল গেঞ্জি উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি শারীরিক গঠন চিকুন মুখ মন্ডল গোলাকার গায়ের রং শ্যামলা সামনের দাঁত গুলো হালকা বাঁকা সে পঞ্চম শ্রেণি পড়েন।

তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে কেউ তার সন্ধান পেলে ০১৬৩৯০৫৮৫৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here