ছাতকে ২৪ ঘন্টায় ২ জনের কোভিড-১৯ পজেটিভ সনাক্ত

0
488
ঠাকুরগাঁও সদরে একজন ও হরিপুরে আরও একজন করোনায় আক্রান্ত !

হাবিবুর রহমান নাসির ছাতক :
ছাতকে ২৪ ঘন্টার ব্যবধানে আরো ১ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৪ জনের মধ্যে এখানে ২জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। উভয়েই রোগীই পৌর শহরের ভাড়াটে বাসিন্দা। শুক্রবার প্রাপ্ত রিপোর্টে আক্রান্ত ব্যক্তি ছাতক শহরের মন্ডলীভোগ-ছোরাবনগর এলাকার বাসিন্দ। আক্তান্ত ব্যক্তি কোম্পানীগঞ্জ এলাকায় একটি ক্রাসার মিলে কাজ করতো। প্রায় দু’সপ্তাহ আগে সে ছাতকের বাসায় ফিরেছে। বর্তমানে তাকে তার বাসার একটি কক্ষকে আইসোলেশন হিসেবে নিয়ে এখানে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির আশাপাশ এলাকা লকডাউনও করে দেয়া হয়েছে। এর আগে শহরের শামপাড়া এলাকার বাসিন্দা ও আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার একটি ভবনের এক সিকিউরিটির করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাসস্থানসহ পুরো শ্যামপাড়া এলাকা লকডাউন করা হয়েছে।

পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী প্রয়োজন ছাড়া সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে নিজের, পরিবারের এবং প্রতিবেশীদের সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী জানান এ পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। সর্ব শেষে প্রাপ্ত মন্ডলীভোগ এলাকার করোনা পজেটিভ রোগীকে তার নিজ বাসার একটি কক্ষকে আইসোলেশন হিসেবে নিয়ে এখানে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আতংকিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here