জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৫৬ হাজার টাকা দান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান

0
474
জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৫৬ হাজার টাকা দান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান তার একমাসের বেতনের সমপরিমান ৫৬ হাজার টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করেছেন। ২৪ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাতে এ টাকা তুলে দেন তিনি। এসময় হুইপ আতিউর রহমান আতিক, সংসদস সদস্য প্রকৌশলী ফজলুর রহমান, সড়ক ও যোগাযোগ সচিব মো: নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

টাকা তুলে দিয়ে জনাব রুমান সাংবাদিকদের জানান, আমরা করোনা মোকাবেলায় জেলা পরিষদ থেকে ২০ লক্ষ টাকা খরচ করছি। এছাড়া আমি নিজ তহবিল থেকে ২ হাজার মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করছি। আজ আমার বেতনের টাকা সরকারে ত্রাণ ভান্ডারে দিয়ে আমার খুব ভালো লাগছে।

এদিকে শেরপুর ইউনাইটেড স্কুলের ৫ম শ্রেণীর এক ছাত্রী দীপিকা তার টিফিনের টাকা থেকে বাচিয়ে সঞ্চয় করা ১৮শ ৭০ টাকা জেলা প্রশাসক আনার কলি মাহবুবের হাতে তুলে দেন। এ টাকা পেয়ে জেলা প্রশাসক বলেন আমি খুব খুশি হয়েছি। তুমি অনেক বড় হবে।

দীপিকা বলে, আমি এ টাকা দিয়ে নববর্ষের পোষাক কিনতে চেয়েছিলাম, সেটা না কিনে করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য দান করলাম। এতে আমার খুব ভাল লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here