শেরপুর শহর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ড শাখার ত্রান বিতরণ

0
577
শেরপুর শহর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ড শাখার ত্রান বিতরণ

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুর শহর আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ অর‌্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৯ এপ্রিল শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামলীগের উদ্যোগে নওহাটাস্থ মডার্ন রাইছ মিলের সামনে ও কান্দাপাড়া মোড়ে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়।

এসময় ৫শ শ্রমিক ও করোনার কারণে কর্মহীন, বেকার হয়ে যাওয়া বেকার ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর আওয়ামলীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক বাবু প্রকাশ দত্ত।

আরো উপস্থিত ছিলেন, শহর আওয়ামলীগের ত্রাণ ও সমাজ্য কল্যান সম্পাদক নাজমুল আলম টিটু, ব্রয়লার ও রাইস মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ময়না লিচু, জেলা যুবলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম ও আব্দুল মালেক ।

এসময় জনাব প্রকাশ দত্ত সবাইকে করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here