ঢাকার কবরস্থানে জিয়ারত বন্ধ

0
460
ঢাকার কবরস্থানে জিয়ারত বন্ধ

খবর৭১ঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সর্তকতা হিসেবে কবরস্থান জিয়ারতে না যাওয়ার জন্য বলা হয়েছে। তবে মৃত ব্যক্তির দাফনে চলবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানগুলোতে জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ডিএনসিসির কবরস্থানসমূহে জিয়ারত থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

ডিএনসিসির ওয়েবসাইট অনুযায়ী, তাদের আওতাধীন ৬টি কবরস্থান রয়েছে। এগুলো হলো-উত্তরা ৪নং সেক্টর কবরস্থান, উত্তরা ১২নং সেক্টর কবরস্থান, বনানী কবরস্থান, খিলগাঁও তালতলা কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়ের বাজার বধ্যভূমির স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান।

এর মধ্যে করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের খিলগাঁও তালতলা কবরস্থানের একটি অংশে দাফন করা হচ্ছে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে দেশে এখন পর্যন্ত ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here