শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার

0
496
শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাপুরে তুহিন সরকার(১৮) নামের এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তুহিন উপজেলার চড়াচিতুলিয়া গ্রামের লোকমান সরকারের ছেলে।

জানা যায়, তাঁত শ্রমিক তুহিন সরকার(১৮) এর লাশ নিজ বাড়ীর পাশে লাশ ফেলে রেখে চলে যায় তুহিনের আপন মামা, মামাতো ভাই সিরাজ সহ বেশ কয়েকজন।

বুধবার সকালে থানা পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতর পরিবার জানায়, তুহিন দীর্ঘদিন ধরে সাথীয়া উপজেলায় তার মামাতো ভাইয়ের বাড়ীতে থেকে তাঁত শ্রমিকের কাজ করত।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।এ ব্যাপারে পাবনা জেলার সাথীয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here