দেশে নতুন করে আরো দু’জন করোনা রোগী শনাক্তঃ স্বাস্থ্যমন্ত্রী

0
841
করোনা প্রতিরোধে পাঁচ পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

খবর৭১ঃ দেশে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, তাদের একজন ইতালিফেরত, আরেকজন জার্মানি ফেরত। তাদের আমরা এনেছি, হাসপাতালে রেখেছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী এখন ভালো হয়ে গেছে। দু’জনকে ছেড়েও দেওয়া হয়েছে। একজনকে আজ ছেড়ে দেওয়া হবে।

কিন্তু ইতিমধ্যে আরো দু’জন রোগী আমরা পেয়েছি। এখন আমরা সেই দু’জনকে নিয়ে এসেছি; হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা আমরা শুরু করেছি।বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here