জাতীয় পার্টিতে দুইয়ের বেশি পদে কেউ থাকতে পারবে না’

0
668
জাতীয় পার্টিতে দুইয়ের বেশি পদে কেউ থাকতে পারবে না'

খবর৭১ঃ জাতীয় পার্টিতে দুইয়ের বেশি পদে কেউ থাকতে পারবে না। তবে প্রয়োজনে পার্টির চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতা বলে যে কাউকে অতিরিক্ত পদে দায়িত্ব দিতে পারবেন।

এরশাদের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা শেষে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাঙ্গা বলেন, শুধু দুইয়ের বেশি পদে নয়, দুইয়ের বেশি কোনো কমিটিতেও কেউ থাকতে পারবেন না।

কেন্দ্রীয় কমিটি থেকে যারা বাদ পড়েছেন, তাদের পার্টিতে অন্তর্ভুক্ত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হবে জানিয়ে মহাসচিব বলেন, কেন্দ্রীয় কমিটিসহ দেশের সব কমিটি মিলাদ মাহফিলের পাশাপাশি দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করবে।

জাপার প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে রাঙ্গা বলেন, ৫টি উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে।

সুষ্ঠু নির্বাচন হলে আশা করি জাতীয় পার্টি বিজয়ী হবে।
তিনি বলেন, জাপা সব নির্বাচনেই অংশ নেবে। আশা করি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন পরিচালনার জন্য ৫টি কমিটি করে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here