খবর৭১ঃ করোনা আক্রান্তের সংখ্যা কম হলেও আতঙ্কিতদের সংখ্যা বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। মহামারি হলেও বাংলাদেশ এখনও ভালো আছে। তবে ভালো থাকতে হলে সচেতন থাকতে হবে।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী এসময় করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।