নতুন ৪ জনের করোনাভাইরাস পরীক্ষা; ফলাফল নেগেটিভ

0
488
করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনের ২ জন পুরোপুরি সুস্থঃ আইইডিসিআর
জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)'র পরিচালক ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা।

খবর৭১ঃ বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে  গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

আজ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন করে ৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে ফলাফল নেগেটিভ এসেছে।

গতকাল রবিবার বিকেলে আইইডিসিআর জানায়, বাংলাদেশে তিনজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

আইইডিসিআর জানিয়েছে, যারা বিদেশ থেকে আসছেন তারা সতর্কতার অংশ হিসেবে নিজেদের বাড়িতে অবস্থান করবেন। যাতে করোনার কোন ধরণের লক্ষণ ধরা পড়লে ব্যবস্থা নেয়া যায়। এতে অন্যরা সংক্রমণ ঝুঁকি থেকে রক্ষা পাবে। করোনা আক্রান্ত নন এমন ব্যক্তিদের মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই বলেও জানিয়েছে আইইডিসিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here