খবর৭১ঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।
মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। তাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার অস্থায়ী তিন নম্বর বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন ৭ এপ্রিল শুনানির জন্য নতুন দিন ঠিক করে দেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া জানান, গত বছর শুরুর দিকে এই মামলায় খালেদা জিয়ার পক্ষে আংশিক চার্জ শুনানি হয়। পরে তিনি অসুস্থ হয়ে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতের স্থান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। তবে নতুন এই আদালতে তাকে এখনেও হাজির করা হয়নি।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাদী দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।