অবৈধ পথে পাঁচার হওয়া ৮ যুবককে বেনাপোল দিয়ে স্বদেশে ফেরত দিয়েছে ভারত

0
511
অবৈধ পথে পাঁচার হওয়া ৮ যুবককে বেনাপোল দিয়ে স্বদেশে ফেরত দিয়েছে ভারত

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ অবৈধ পথে পাঁচার হওয়া ৮ যুবককে বেনাপোল দিয়ে স্বদেশে ফেরত দিয়েছে ভারত। দীর্ঘ ৪ বছর কারাভোগ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করলে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা যুবকরা হলো- নোয়াখালী জেলার আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান(২৬), আকবরের ছেলে ইমরান(৩০), হানিফের ছেলে আক্তার হোসেন(২৮), জাফর আহমদের ছেলে আজাদ হোসেন(২৫), আহাম্মেদ শেখের ছেলে নাছির উদ্দিন(৩৩), চাঁদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম(২৭), লক্ষীপুর জেলার আমির হোসেনের ছেলে রুবেল হোসেন(২৭) ও ফেনি জেলার শামছুল হকের ছেলে দুলাল হোসেন(৩৫)।

এ বিষয়ে বেনাপোল ইমিশ্রেশনের পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন বলেন, ভাল কাজের আশায় এরা দালালের খপ্পরে পড়ে ৪ বছর আগে ভারতে পাড়ি জমায়। সেদেশের দিল্লিতে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়। দিল্লির একটি জেল খানায় ৪ বছর সাজাভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে স্বদেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here