তালায় বিএনপির সদস্য সংগ্রহ শুরু

0
470

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে তালা মেলা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি আলোচনার মাধ্যমে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়। সদস্য সংগ্রহ ও নবায়নের অনুষ্ঠানে মুঠোফোনে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি সকল নেতাকর্মীদের এক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি’র ভিশন-২০৩০ সফল করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল, যুগ্ন-সাধারন সম্পাদক মির্জা আতিয়ার রহমান, যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকাত হোসেন, শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, তাতীঁদলের ওয়াজেদ বিশ্বাস, কৃষকদলের আলী হোসেন, জাহাঙ্গীর ইসলাম, ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক আনিছুজ্জামান, জাসাসের সভাপতি সেলিম হায়দার, মৎস্যজীবি দলের ছামরুল ইসলাম মিলন, জাহিদুর রহমানসহ ১২টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর৭১/এস: